আতঙ্ক,আতঙ্ক আর আতঙ্ক,
চারিদিকে চারিপাশে আতঙ্ক।
দমবন্ধ পরিবেশ শঙ্কার নাগপাশ,
ভীতির বাতাবরন,থমকে শ্বাসপ্রশ্বাস।
বিশ্বযুদ্ধ নয়তো এযে মারণ ভাইরাস,
বাতাসে মিশেছে করোনা ভাইরাস।
বাঁচতে হলে মানতে হবে বেশ কিছু নিয়ম,
ভুগতে হবে যদি হয় একটু বেনিয়ম।
করোনার থাবা আজ সারা বিশ্বময়,
প্রার্থনা সকলের যেন দ্রুত মুক্তি হয়।
ছবি সৌজন্যে – Stock images
Very well written. 👍
LikeLiked by 1 person
Thanks.
LikeLike
Most welcome.🌹👍
LikeLiked by 1 person