শৈশব-স্মৃতি

ফেলে আসা শৈশববেলা

পাবনা ফিরে আর,

মিষ্টি-মধুর স্মৃতির মেলা

কতই না তার রঙ বাহার।

ছিলনা কোন দুঃখ কষ্ট

না ছিল কোন ভার,

শুধুই ছিল আষ্টেপৃষ্ঠে

ভালোবাসা,আদর আব্দার।

ছোটবেলা কেটে গেল

বড় হওয়ার নেশায়,

কত বছর হারিয়ে গেল

জীবন গড়ার আশায়।

ছোট্ট পায়ে চলতে শেখা

মধুর কথার রেশ,

সরল ছিল জীবন রেখা

স্বপ্ন মেলার দেশ।

**************

ছবি সৌজন্যে -flckr.com

3 thoughts on “শৈশব-স্মৃতি

Leave a comment