নারী তুমি – ভালোবাসার মুক্ত আকাশ,
প্রেমিক মনের প্রকাশ।
নারী তুমি- সন্তান করো লালন,
স্নেহের পরশে করো পালন।
নারী তুমি- মমতাময়ী যেমন,
প্রতিবাদীনি তেমন।
নারী তুমি- এভারেস্ট করেছো জয়,
উচ্চতাকে পাওনি ভয়।
নারী তুমি- স্পর্শ করেছো মহাকাশ,
করেছো জেদের প্রকাশ।
নারী তুমি- একই অঙ্গে কন্যা,
মাতা, স্ত্রী, তুমি অনন্যা।
**********************
ছবি সৌজন্যে – Pinterest.com