নিজের মতো চলছে মানুষ
মানছেনা কোনো কথা,
স্বেচ্ছাচারী মনোভাবের
বিন্দু দিয়ে গাঁথা।
থাকবে নাতো বদ্ধ ঘরে
শুনবে নাতো নিষেধ,
আড্ডা দেবে পাড়ার মোড়ে
ঘুরে এসে বিদেশ।
মনের মধ্যে শৃঙ্খলা নেই
নেই কোন কিছুর ভয়,
লকডাউনটা এমনি যেন
বাঁচার জন্য নয়।
রোগটা কত ভয়ঙ্কর
মাথায় কভু ঢোকেনা,
থানা পুলিশ আইনের ভয়
বিন্দুমাত্র রোখেনা।
অবাধ্য সব অবুঝ লোক
করছে শত সহস্র ভুল,
মানছে যারা শুনছে যে লোক
তারাও দিচ্ছে ভুলের মাশুল।
**********************
Very true,it’s time to stay home and stay safe.👍
LikeLiked by 1 person
That’s true but many do not.
LikeLike