এই ফাগুনে তোমায় দিলাম
ভালোবাসার রঙিন পলাশ,
অনুভবের ভাষায় দিলাম
ভালোবাসার মিষ্টি সুবাস।
মিলনসুখে মাতোয়ারা
বাঁধনছেঁড়া হৃদয় দুটি,
ফাগুন হাওয়ায় আত্মহারা
পলাশ বনে পড়িছে লুটি।
ফাগুনের জ্যোৎস্না রাতে
অভিসারে দুইটি মন,
মিলন আশার ভাবনাতে
দুই হৃদয়ের সম্ভাষণ।
****************
ছবি সৌজন্যে…pinterest.com