নমস্কার,
সুধী পাঠকগণ।আমার বিনম্র শ্রদ্ধা ও অকুন্ঠ ভালোবাসা জানাই সকল শ্রদ্ধেয় পাঠকগণকে।আমি নিতান্তই নবতিপর আপনাদের কাছে। আমি বিবাহিতা এবং সর্বোপরি দুই কন্যাসন্তানের জননী।সংসারের যাঁতাকলে এবং দায়িত্ব -কর্তব্য পালনের মধ্য দিয়ে আমার জীবন অতিবাহিত হয়ে চলেছে।বিয়ের পূর্বে এবং স্কুল কলেজ জীবনে টুকটাক লেখার অভ্যাস ও নেশা ছিল।তখন মনের অবচেতনে যা ভেসে উঠত তাই লিখতাম মনের আনন্দে।লেখাই ছিল মনের সব খোরাক মেটানোর পথ।কিন্তু স্কুল কলেজের ম্যাগাজিন ছাড়া সেভাবে বৃহত্তর কোনো হ্মেত্রে নিজেকে মেলে ধরার অবকাশ বা সুযোগ পাইনি।বিয়ে পরবর্তী জীবনে লেখালেখির তৃষ্ণা মেটাতে পারছিলামনা।
আজ যখন দেখছি সোশ্যাল মিডিয়া সমাজে এমনভাবে প্রভাব সৃষ্টি করেছে,মানুষ তার অধিকাংশ সময় অতিবাহিত করে এই সোশ্যাল মিডিয়ায়।যদিও সোশ্যাল মিডিয়া ব্যবহারের নানা ভালো ও মন্দ দুই দিকই আছে।আমি সেই দিক নিয়ে এখন কিছু বলতে চাইছিনা।আপাতত সোশ্যাল মিডিয়ায় ব্লগ খোলার উৎসাহ পেয়েছি আমার মনের বহুদিনের সুপ্ত ইচ্ছাকে মেলে ধরতে পারার আশায়।আমি খুব ভালো,সুন্দর লেখা উপস্থাপন করতে পারব কিনা জানিনা,তবে আশা করবো ব্লগের মাধ্যমে আপনাদের সাহচর্যে আমি আমার মনের ভাবনাগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে পারবো।
প্রিয় পাঠকগণ আমার লেখা আপনাদের ভালো বা মন্দ যাই লাগুক আপনাদের মূল্যবান মতামতটুকু জানালে ভবিষ্যতে আরো ভালো লেখার উৎসাহ আমি পাবো।লেখা আমার মনের শান্তি।সেই শান্তি ত্বরান্বিত করতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
সর্বোপরি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই পরিচয়লিপি পড়ার জন্য।।